• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের ২০ কোটি ডলারের ঋণ স্থগিত করলো বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৭, ১২:৫৯

মিয়ানমারের ২০ কোটি ডলারের ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক। রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের ওপর সহিংসতার জেরে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে।

রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর গেলো স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সম্প্রতি অনুমোদন পাওয়া এ ঋণ নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এটি কার্যকর হওয়ার জন্য আরো ভাবা দরকার।

২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নতুন করে রাষ্ট্রীয় সহিংসতা শুরু হলে জীবন বাঁচাতে তারা বাংলাদেশে আসতে থাকে। এখনো প্রতিদিন নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন সহিংসতায় এ পর্যন্ত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বিশ্বব্যাংক বলেছে, রোহিঙ্গাদের জোরপূর্বক দেশছাড়া করা, তাদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বব্যাংক এখন রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে।

মিয়ানমার সরকারের কাছে আমাদের আহ্বান, তারা যেন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সেইসঙ্গে রোহিঙ্গাদের দেশে ফেরত যাওয়ার সুযোগ তৈরি করে দেয়।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি বাংলাদেশও বিশ্বব্যাংকের কাছে সহায়তা চায়। বিশ্বব্যাংক তখন জানায়, তারা বাংলাদেশ সরকার, স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের জন্য সহায়তা দিতে প্রস্তুত।

এসআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh