• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছাগলের দাম ৫০ হাজার

মিথুন চৌধুরী

  ২৯ আগস্ট ২০১৭, ১৫:৪৩

রাজধানীর আফতাব নগর হাট গরুর জন্য বিখ্যাত লোকমুখে শোনাগেলেও এবার বেশ ছাগলও উঠতে দেখা গেছে। হাটে ঢুকতেই ১ নম্বর গেট পেরিয়ে হাতের ডানে দেখা মিলছে ছাগলের জন্য আলাদা করে রাখা স্থান।

যেখানে পাওয়া যাচ্ছে নানান জাতের ছাগল।

যার মূল্য ১০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে। দেশের বিভিন্ন স্থান থেকে ছাগল ব্যবসায়ীরা নানান রং ও ঢংয়ের ছাগল নিয়ে এসেছেনে এ হাটে।

বগুড়া থেকে ১৭টি ছাগল নিয়ে এসেছেন আক্কাস আলী। প্রতিটি ছাগলে ২৫ থেকে ৫০ কেজি ওজনের। যার দাম তিনি ৩০ থেকে ৫০ হাজার টাকা হাঁকছেন।

এ হাটে তার মতো আরো অনেকেই নিয়েছেন ছাগল।

কিন্তু ছাগলের বাজারে ক্রেতার উপস্থিতি কম। সবার নজর গরুর বাজারে দিকে।

বিক্রেতারা শঙ্কায় রয়েছেন এবার সব ছাগল বিক্রি হবে না।

হাট ঘুরে দেখা যায়, রাজধানীর গাবতলী, কমলাপুর, লালবাগ, কামরাঙ্গীচর ও হাজারীবাগের চারটি হাটের তুলনায় এখানে কয়েকগুণ বেশি ছাগল আমদানি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ হাটে শুধু ক্রেতাই নয়, দর্শনার্থীদের উপস্থিতিও ছিল কম।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh