• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অর্থমন্ত্রী উত্তেজিত হয়ে যান, তার মেডিটেশন দরকার : এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৭, ২১:৩৬

অর্থমন্ত্রী মাঝে মাঝে উত্তেজিত হয়ে যান। তার মেডিটেশন দরকার। মেডিটেশন করলে মনটা শান্ত হয়, দেহটা শান্ত হয়।

বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বাজেটের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরে বাজেট ঘাটতির মাত্র ৬৬ শতাংশের অর্থসংস্থান সম্ভব হয়েছে। তাহলে প্রস্তাবিত এতো বিপুল অর্থ ঘাটতি দেখিয়ে পেশ করা বাজেট অবাস্তব কল্পনা ছাড়া কিছুই নয়।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, মানুষ এখন ৫০ টাকা কেজি চাল খাচ্ছে। তাদের আশঙ্কা এবারের বাজেট পাশে চালে মূল্যমান আরো বাড়বে। এভাবে চলতে থাকলে, বাঁচবো কীভাবে! আগের তুলনায় কর্মসংস্থান সৃষ্টির গতিও কমেছে।

তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে বেসরকারি খাতে কত বিনিয়োগ হলো সে ব্যাপারে স্পষ্ট উল্লেখ নেই।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

এইচটি/এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh