• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

বেসরকারি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ আগস্ট ২০১৬, ১৫:৩৬

‘বেসরকারি খাতে ব্যবসা-বাণিজ্য প্রসারে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। রপ্তানি খাতে ব্যবসায়ীদের প্রয়োজনে আরো ঋণ সুবিধা বাড়ানো হবে।’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ২০১১-১২ অর্থবছরে ২৪টি পণ্য ও সেবা খাতে ২৪টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, ১৮টিকে রৌপ্য এবং নয়টি পণ্য খাতে ব্রোঞ্জ ট্রফি দেয়া হয়। এছাড়া ২০১২-১৩ অর্থবছরে ২৬টি পণ্য ও সেবা খাতের ২৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, ১৯টিকে রৌপ্য ও ১৫টিকে ব্রোঞ্জ ট্রফি দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বেসরকারি খাতে উন্নতি ছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বেসরকারি খাতকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে তরুণ প্রজন্মকে আরো বেশি সম্পৃক্ত করলে তাদের জঙ্গীবাদ থেকে দূরে রাখা যাবে। রপ্তানি খাতে আগামীতে আরো অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh