• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

একনেকে ৩০ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

আরটিভি অনলাইনে রিপোর্ট

  ২০ জুন ২০১৭, ২০:১৯

৩০ হাজার ৩৪৩ কোটি টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভায় অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে শতভাগ পল্লি বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ, রাজশাহী, রংপুর, খুলনা, ও বরিশাল বিভাগে শতভাগ পল্লি বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্প।

মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য আসবে ৪ হাজার ৪০৫ কোটি টাকা। বাকিটা সরকারি বরাদ্দে (জিওবি) মেটানো হবে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh