• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করমুক্ত আয়ের সীমা আড়াই লাখই থাকছে

আরটিভি অনলাইন

  ০১ জুন ২০১৭, ১৫:০৩

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকছে। অর্থ্যাৎ ব্যক্তিগত আয় আড়াই লাখ টাকা পর্যন্ত কর থেকে মুক্ত থাকছে। এর বেশি হলেই তাকে কর দিতে হবে। ২০১৬-১৭ অর্থবছরেও করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা ছিল।

তবে প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে কর মুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার স্থলে ৪ লাখ টাকা প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এছাড়াও নারী ও ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ৩ লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৪ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত কর দিতে হবে না।

নতুন অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম সাড়ে চার লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, আর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেয়ার প্রস্তাব করা হয়েছে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh