• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সরবরাহকারীদের সঙ্গে সমঝোতা ভক্সওয়াগনের

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ আগস্ট ২০১৬, ১৭:১২

গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী বিদেশি দু’টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে জার্মান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ভক্সওয়াগন। এর আগে সরবরাহ নিয়ে সৃষ্ট ঝামেলায় জার্মানিতে কোম্পানিটির কয়েকটি কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়। বিশেষ করে গলফ ও পাসাট মডেলের গাড়ি উৎপাদন থমকে যায়।

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, সরবরাহকারীদের মধ্যে একটি হলো কারট্রিম এবং আরেকটি ইএস অটোমোবাইলগাস। প্রথমটি সিট এবং দ্বিতীয়টি গিয়ারবক্সে ব্যবহৃত লোহার যন্ত্রাংশ তৈরির কাজে নিয়োজিত ছিল। কিন্তু চুক্তি নিয়ে মতানৈক্যের কারণে সেসব যন্ত্রাংশ ভক্সওয়াগনের কাছে সরবরাহ বন্ধ করে দেয় তারা।

তবে রাতভর ২০ ঘণ্টা আলোচনার পর সমঝোতায় পৌঁছেছে দু’টি পক্ষ।

ভক্সওয়াগন জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকায় কোম্পানির উৎপাদন কমে যায়। ফলে গাড়ি ব্যবসায় সাময়িক ক্ষতি হয়েছে।

এদিকে, ভক্সওয়াগনের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান দু’টি। তারা বলছে, হুট করে ভক্সওয়াগণ আমাদের সঙ্গে চুক্তি বাতিল করায় আয় কমে গেছে।

এরই মধ্যে জার্মানির চারটি কারখানায় গাড়ি উৎপাদন কমে গেছে। সামনের সপ্তাহে আরো দুটি কারখানায় উৎপাদন কমে যেত। জার্মানিতে মোট ১০টি কারখানা রয়েছে ভক্সওয়াগনের।

ভক্সওয়াগন বলছে, দু’টি কোম্পানিই আবার যন্ত্রাংশ সরবরাহ করতে সম্মতি জানিয়েছে। ফলে কারখানাগুলোতে ফের উৎপাদন শুরু হবে।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh