• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশে বেকার বাড়েনি, বেড়েছে কর্মসংস্থান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৭, ২০:১৪

দেশে বেকার সংখ্যা না বাড়লেও বেড়েছে কর্মসংস্থান। ফলে নতুন করে দেশে নতুন ১৪ লাখ মানুষের কর্মসংস্থান পেয়েছে।জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

২০১৫ সালের জুন শেষে দেশে ৫ কোটি ৯৫ লাখ মানুষ কর্মসংস্থান পেয়েছেন। যা ২০১৩ সালে ছিল ৫ কোটি ৮১ লাখ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপ ২০১৫-১৬ প্রতিবেদন প্রকাশকালে এমন তথ্য প্রকাশ করে। প্রতিবেদনটি উপস্থাপন করেন পরিচালক কবির উদ্দিন আহমেদ।

বিবিএস নতুন জরিপ অনুযায়ী, দেশে মোট ৬ কোটি ২১ লাখ শ্রমশক্তির মধ্যে ২৬ লাখ লোক বেকার রয়েছে। বাকি ৫ কোটি ৯৫ লাখ মানুষের হাতে কাজ আছে। ২০১৩ ও ২০১০ সালের শ্রম শক্তি জরিপে বাংলাদেশে বেকারের সংখ্যা ২৬ লাখ বলে ছিল বিবিএস।

সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশে ১৫ বছরের বেশি বয়সী জনসংখ্যা ১০ কোটি ৬১ লাখ, যাদের মধ্যে ৬ কোটি ২১ লাখ কর্মক্ষম। বাকি ৪ কোটি ৪০ লাখ মানুষ শ্রম শক্তির আওতার বাইরে রযেছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh