• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাধা পেরিয়ে হয়েছেন সফল নারী উদ্যোক্তা

অনলাইন ডেস্ক
  ০৯ মার্চ ২০১৭, ১৩:৪৬

পারিবারিক ও সামাজিক টানাপোড়েনে একসময় থেমে যেতে বসেছিল ফরিদপুরের রোজিয়া খানমের জীবনের স্বপ্ন। মাত্র দশম শ্রেণীতে পড়া অবস্থায়ই বিয়ে হয়।

পারিবারিক এ সিদ্ধান্তে দুঃখ পেলেও ভেঙে পড়েননি তিনি। প্রচণ্ড আত্মবিশ্বাসী এ নারী ৫ বছর বিরতি দিয়ে পুনরায় শুরু করেন পড়াশোনা। পর্যায়ক্রমে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি নেন আইন বিষয়ে পেশাদারি সনদও।

২০০০ সালে কয়েকজন নারীকর্মী নিয়ে গড়ে তোলেন ছোট পরিসরে পোশাক তৈরির কারখানা। বর্তমানে সেখানে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে কাজ করেন প্রায় ২ শ’নারী শ্রমিক। এ কারখানার পোশাক যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

এদিকে ফরিদপুরেই আরেক নারী উদ্যোক্তা রোকসানা পারভীন। ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের এ কর্মী অর্থ সঞ্চয় করে গড়ে তুলেছেন বিউটি পার্লার। সেখানে কাজ দিয়েছেন আরো কয়েকজন নারীকে।

স্থানীয় সমাজকর্মীরা জানালেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে সফলদের তালিকায় যোগ হবেন আরো বহু নারী।

জেলা প্রশাসক বলছেন, উদ্যোমী নারীদের এগিয়ে নিতে প্রশাসনের আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh