• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লিটন হত্যার দায় স্বীকার কাদেরের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪২

এমপি মনজুরুল ইসলাম লিটনকে হত্যার দায় স্বীকার করলেন জাতীয় পার্টির নেতা ও সাবেক সাংসদ আবদুল কাদের খান।

শনিবার রাতে গাইবান্ধার আদালত চত্বরে সংবাদ সম্মেলনে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ এ তথ্য জানান।

এর আগে এমপি হত্যা মামলায় ওই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কাদের খান।

বশির আহমেদ বলেন, কাদের খান আদালতে জবানবন্দিতে কী বলেছেন তা আমরা জানি না। এটি বিচারিক বিষয়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে এমপি লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশকে কাদের খান যা বলেছেন তা জানিয়ে তিনি বলেন, ক্ষমতার লোভে লিটনকে হত্যা করেছেন জাতীয় পার্টির নেতা। বিভিন্ন প্রলোভন দেখিয়ে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।

পুলিশ কর্মকর্তা আশা জানান, ১৫ দিনের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেয়া সম্ভব হবে।

ওই মামলায় জবানবন্দি রেকর্ড করার জন্য কাদের খানকে শনিবার বিকেল ৩টায় গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদিনের আদালতে হাজির করা হয়। প্রায় ৬ ঘণ্টা ধরে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গেলো বুধবার দুপুরে আবদুল কাদের খানকে এমপি হত্যা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

গেলো ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ এমপি মনজুরুল ইসলাম লিটন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh