• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রামপালবিরোধী কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৭

সুন্দরবনের নিকটবর্তী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণ বাতিলের দাবিতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির গণঅবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুন্দরবন রক্ষা ও রামপাল চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালনের সময় কোনো উস্কানি ছাড়ায় পুলিশ চড়াও হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ ক'জন আহত হন।

পরে আন্দোলনকারীরা পুনরায় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে সমাবেশ শেষ করে।।

কর্মসূচীতে বাধা দেয়া সম্পর্কে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে ফুটপাতে কর্মসূচি পালন করতে বলা হয়েছিল, যাতে পথচারীদের সমস্যা না হয়। তারা কথা না শুনে কর্মসূচি চালিয়ে গেলে পুলিশ তার দায়িত্ব পালন করে। এ সময় হালকা সংঘর্ষ হয়েছে।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh