• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৫২ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগেই

আরটিভি অনলাইন রিপোর্ট রংপুর

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৭

সারাদেশে বাল্য বিবাহ নিয়ে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো সচেতনতামূলক কাজ করে আসলেও এখনো দেশে ৫২শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছর পার হবার আগেই। এরমধ্যে ১৮ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৫ বছর বয়সের মধ্যে। এই হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এবং বিশ্বে অষ্টম।

বৃস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে বক্তারা এ তথ্য জানান।

বেসরকারি সংস্থা ব্রাক যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধকরণ প্রকল্প পরিচিতি বিষয়ে এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয় সিন্ধু তালুকদার। বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার হাসনে আরা বেগম, ব্রাক প্রতিনিধি আবু সাঈদ বিভিন্ন বেসরকারি সংস্থা এবং পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh