• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ত্রাণ আত্মসাতে ৪২ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩০

বন্যা দুর্গতদের ত্রাণ আত্মসাতের অভিযোগে দুই ত্রাণ কর্মকর্তাকে ৪২ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন আদালত। ৬টি মামলায় ৭ বছর করে তাদের এ সাজা দেয়া হয়। এছাড়া তাদের বিরুদ্ধে ৩ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৪শ’ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এই রায় দেন।

৬ মামলার প্রতিটিতে ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

দণ্ডিতরা হলেন পাহাড়তলীর সাবেক ত্রাণ কর্মকর্তা বিপ্লব কুমার শর্মা ও তার কম্পিউটার অপারেটর জয়নাল আবেদীন। অপরদিকে এ রায়ে সাবেক ভারপ্রাপ্ত ত্রাণ কর্মকর্তা আবুল বশরকে খালাস দেন আদালত। বর্তমানে আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ১৯৮৭-৮৮ সালের দুর্যোগের সময় জাপান ও আমেরিকা থেকে ৬টি জাহাজে করে ত্রাণ সামগ্রী দেশে আসে। জাপানের একটি জাহাজে ২৭ হাজার বান টিন আসলেও তারা ২ হাজার ৭শ’ বান টিনের হিসাব দেখিয়ে আত্মসাৎ করে। যার তৎকালীন সময়ের বাজার মূল্য ছিল ৩ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।

পরে ১৯৮৯ সালে দুদকের পরিদর্শক মোল্লা নুরুল ইসলাম বাদি হয়ে আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেন। ১৯৯৩ সালে মামলার চার্জশিট দেয়া হলে মামলাটি আমলে নেন আদালত।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh