• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উন্মুক্ত রেল ক্রসিং যেনো মরণ ফাঁদ

আরটিভি অনলাইন রিপোর্ট, নীলফামারী

  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫২

নীলফামারীর বিভিন্ন স্থানে থাকা উন্মুক্ত রেল ক্রসিংগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। অরক্ষিত ক্রসিং ও গেটম্যান না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অকালেই ঝরছে প্রাণ, নষ্ট হচ্ছে সম্পদ। স্থানীয়রা বলছেন, রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন কাজ হয়নি।

যোগযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থান জেলা থেকে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা হয় নীলফামারীর সঙ্গে। প্রতিদিনই বিভিন্নস্থান থেকে বেশ কয়েকটি আন্ত:নগর, লোকাল ও মালবাহী ট্রেন চলাচল করে এ জেলায়। কিন্তু দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলফামারীর চি-লাহাটি পর্যন্ত রেলপথে ২৭টি রেল ক্রসিং থাকলেও বেশিরভাগই ক্রসিংয়ে নেই গেট ও গ্যাটম্যান। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এ অবস্থায় রেল কর্তৃপক্ষ সাবধানে লেভেল ক্রসিং পার হবার আহ্বান সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দিয়ে দায় এড়িয়েছে। তবে দ্রুত অরক্ষিত রেল ক্রসিংয়ে জনবল নিয়োগের আশ্বাস দিলেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শুধু আশ্বাস নয় দ্রুত রেল ক্রসিংয়ে জানমালের ক্ষতি ঠেকাতে, কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি নিলফামারীবাসীর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh