• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি ২ রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আরটিভি অনলাইন রিপোর্ট, সাতক্ষীরা

  ২২ জানুয়ারি ২০১৭, ১৫:০৫

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে দুই বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ভোরে উপজেলার ভাতশালা সীমান্তের বিপরীতে ভারতের শ্বৈতপুর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

দুই বাংলাদেশি হলেন ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের মুহাম্মদের ছেলে আজিজুল ইসলাম।

শনিবার বিকেলে দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্ত পার হয়ে কয়েকজন ভারতে যান গরু আনতে। গরু নিয়ে ফেরার পথে শ্বেতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এসময় অপররা পালিয়ে আসেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাতশালা বিওপির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক বলেন, তারা এ ঘটনা লোকমুখে শুনেছে। খোঁজ খবর নেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh