• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ১৯ জানুয়ারি ২০১৭, ১০:২৪

কুষ্টিয়া সদর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

বুধবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আলামপুরে আটমাইল গোরস্তানের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল গণবাহিনীর নেতা কসাই সিরাজের ছোট ভাই ও মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাব্বিরুল আলম জানান, খবর আসে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে ৮ মাইল নামক স্থানে গোরস্তানের কাছে সড়কে ডাকাতির প্রস্তুতি চলছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আমিরুল ইসলাম আমির নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি গান, ৩ রাউন্ড গুলি, একটি গাছ কাটা করাত ও একটি হাসুয়া উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই সোহাগ মিলন ও কনস্টেবল হুমায়ন কবির আহত হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh