• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিলের দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৭, ২১:৫৬

বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৬ এর বিশেষ বিধান বাতিলের দাবি জানালেন নারী সংগঠন এবং মানবাধিকার সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে ৬৯টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্লাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি এ সমাবেশের আয়োজন করে।

বক্তারা বলেন, চূড়ান্ত আইনে বিশেষ ব্যবস্থা করে ১৮ বছরের কম বয়সে মেয়েদের বিয়ের বিষয়টি বাতিল করতে হবে। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নারী নেত্রীরা।

সমাবেশে সংগঠনের নেতাকর্মিরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা যোগ দেন। গেলো বছরের ৮ ডিসেম্বর বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়।

এতে বলা হয়, বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রেক্ষাপটে সর্বোত্তম স্বার্থে ১৮ বছরের কম হলেও মেয়েদের বিয়ে দেয়া যাবে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh