• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আটা-ময়দায় ওষুধ : দু’জনের দণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৬ জানুয়ারি ২০১৭, ২১:৫৮

আটা-ময়দা মিশ্রিত ভুয়া ওষুধ ও অনুমোদনহীন আয়ুর্বেদিক ওষুধ বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে ২ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীতে এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি এই সাজা দেন।

তিনি জানান, নাটোর জেলার সিংড়া উপজেলার পারসিংড়া গ্রামের গোলাম রসূলের ছেলে আবুল কাশেম (৩৬) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলাউদ্দিনকে (৬২) বাংলাদেশ ইইউনানী এবং আয়ুর্বেদিক প্র্যাকটিশনার অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

এসময় তাদের কাছ থেকে অনুমোদন বিহীন প্রায় ৫০ হাজার টাকার ইউনানী ওষুধ ও দু’টি মোবাইল সেট জব্দ করা হয়।

উপজেলার পশ্চিম শাকপুরার প্রবাসী সাইফুর রহমানের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সাইফুলের বোনের প্রতিবন্ধী ছেলে ইমনকে সুস্থ করে দেয়ার শর্তে ১০ হাজার টাকার চেক নেয় প্রতারকরা।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh