• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় কলেজশিক্ষক খুন

অনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫৮

খুলনায় কলেজশিক্ষককে খুন করে বাসা থেকে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

রোববার দুপুরে নগরীর শের এ বাংলা রোডের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ৫৯ নম্বর বাসায় থাকতেন ওই কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইন। তিনি শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।

কেএমপ ‘র সিনিয়র সহকারি পুলিশ কমিশনার এম এ মুহাইমিনুল আরটিভি অনলাইনকে জানান, সুরতহাল রিপোর্ট পাবার পর মামলা হবে।

শনিবার রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চিত্তরঞ্জনের স্বজনরা জানান, তার স্ত্রী বাসায় ছিলেন না। সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। স্বামীকে ফোনে না পেয়ে, তার স্বজনদের খবর নিতে বলেন।

পরে চিত্তরঞ্জনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালার গ্রিলকাটা দেখতে পান। ভেতরে খাটের ওপর শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।

পুলিশ জানায়, খবর পেয়ে, ঘটনাস্থল থেকে কলেজশিক্ষকের মরহদে উদ্ধার করা হয়। তার হাত-পা বাঁধা ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের জিনিপত্র তছনছ ছিল। ডাকাতির উদ্দেশে দুর্বৃত্তরা এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh