• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এশিয়ার সপ্তম প্রভাবশালী নারী মেয়র আইভী

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১৬:৫৪

দক্ষিণ কোরিয়ার সাময়িকি ‘দ্য এশিয়ান’ এর জরিপে এশিয়ার প্রবাবশালী ২০ নারী মেয়রের মাঝে সপ্তম স্থানে রয়েছেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী।

গেল সোমবার প্রকাশিত তালিকায় মেয়রদের তালিকার পাশাপাশি তাদের জীবন বৃত্তান্তের সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয় সাময়িকীতে।

২০১১ সালে নাসিক নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী শামিম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের ইতিহাসে সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন ডাক্তার ইভী। ওই বছরের ডিসেম্বরেই দায়িত্ব নেন তিনি।

সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বের মেয়রদের ৫ শতাংশেরও কম নারী। আর বিশ্বজুড়ে স্থানীয় কাউন্সিলদের মাত্র ২০ শতাংশ নারী।

সংক্ষিপ্ত পরিচিতিতে বলা হয়, ডা. সেলিনা হায়াৎ আইভী ১৯৬৬ সালের ৬ জুন নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তার মা মমতাজ বেগম ও পিতা আলী আহাম্মদ চুনকা। ৫ সন্তানের মধ্যে সবার বড় আইভী।

১৯৮৬ সালে বৃত্তি নিয়ে সোভিয়েত ইউনিয়নের ওদেসা নগরের পিরাগভ মেডিকেল ইনস্টিটিউট থেকে চিকিৎসাবিজ্ঞানে উচ্চ শিক্ষা শেষে দেশে ফেরেন। বাবার আদর্শেই নাম লেখান রাজনীতিতে।

বাবা প্রয়াত আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়নগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও শহরের সাবেক পৌর চেয়ারম্যান।

২০০৩ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে জয়ী হন এই প্রভাবশালী নারী মেয়র।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh