• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টিপটিপ বৃষ্টি, শীতে কাঁপছে রাজশাহী

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ১০ জানুয়ারি ২০১৭, ১৫:২৫

পৌষের শেষ দিকে হঠাৎ বৃষ্টিতে রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে হিমেল বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি। শীতের তীব্রতায় বিপর্যস্ত রাজশাহীর জনজীবন।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। সকাল সোয়া নয়টা পর্যন্ত যার পরিমাণ গিয়ে দাঁড়ায় দশমিক ৪ মিলিমিটার। গুড়ি গুড়ি এ বৃষ্টির কারণে শীতের মাত্রাও বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার রাজশাহীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে জনমনে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে বৃষ্টির আগাম প্রস্তুতি না নিয়ে যারা বাড়ি থেকে বের হয়েছেন তাদের বেশি দুর্ভোগ পোহাতে হয়।

অন্যদিকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার স্টলগুলো খোলা সম্ভব হয়নি। দোকানপাট খুলেছে অনেক পরে। দুপুর হলেও খদ্দেরের ভিড় নেই কোনো দোকানেই।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh