• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উত্তরের ১৬ জেলায় চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট

অনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০১৬, ১০:১৬

পুলিশের চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে উত্তরাঞ্চল ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে সব ধরনের পণ্য পরিবহনের চলাচল বন্ধ হয়ে গেছে উত্তরের ১৬ জেলায়।

সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বগুড়ার বিভিন্ন মহাসড়কে অবস্থান নেন মালিক-শ্রমিকরা। মহাসড়কগুলোতে পণ্যবাহী ট্রাকের চলাচল বন্ধ দেখা গেছে সকাল থেকেই।

ঐক্য পরিষদের নেতারা বলছেন, গাড়ির সব কাগজপত্র ঠিক থাকার পরও পুলিশ দীর্ঘদিন ধরেই মহাসড়কগুলোতে বেপরোয়া চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে মিথ্যা মামলা দিয়ে শ্রমিক-মালিকদের হয়রানি করা হয় বলেও অভিযোগ তাদের।

এছাড়াও যমুনা সেতুসহ চট্টগ্রামের দারোগার হাটে ওজন স্টেশনের নামে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ঐক্য পরিষদ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh