• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গি আস্তানা ‘নিলুফা ভিলা’য় অভিযান সকালে

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ১৭ অক্টোবর ২০১৮, ০৯:০৪
ছবি-সংগৃহীত

নরসিংদীর শেখেরচরের ভগীরথপুর এলাকার জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্তি ঘোষণার পর ‘নিলুফা ভিলা’কে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন সূত্রে জানা যায়, সকালেই জঙ্গি আস্তানা নিলুফা ভিলায় অভিযান চালানো হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, এই আস্তানায় ‘একাধিক জঙ্গি’ থাকার তথ্য রয়েছে পুলিশের কাছে। আমরা তাদেরকে আত্মসমর্পণ করার আহ্বান জানাব। যদি আত্মসমর্পণ করে তাহলে অভিযান চালানোর প্রয়োজন হবে না। যদি না করে তাহলে দিনের আলোতে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে চারপাশ থেকে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। ভবনটির ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতোমধ্যে বাড়ির গ্যাস ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার অপারেশন গর্ডিয়ান নট-এ শেখেরচর ভগীরথপুরে নারীসহ দুই জঙ্গি নিহত হয়েছেন। দুজনেরই বয়স ত্রিশের কোঠায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওই নিহত দুজন ‘নব্য জেএমবির’ সদস্য এবং ওই বাড়িতে অবস্থান নিয়ে তারা ‘নাশকতার পরিকল্পনা’ করছিল বলে ধারণা করছে পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh