• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলা

পাবনা প্রতিনিধি

  ১৪ অক্টোবর ২০১৮, ০৯:২১

বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও সংবাদকর্মীরা জানান, শনিবার রাতে প্রেসক্লাব থেকে রিকশায় করে শহরের কফিল উদ্দিন পাড়ার নিজ বাসায় ফিরছিলেন স্বপন। পথিমধ্যে সেবা হাসপাতালের সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত তিন মোটরসাইকেল আরোহী রিকশার গতিরোধ করে এবং রড দিয়ে তাকে মারপিট শুরু করে। এতে তার মাথা ফেটে যায় ও বাম হাত ভেঙে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নেন।

তবে, কি কারণে সাংবাদিক স্বপনের ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, সাংবাদিক স্বপনের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
X
Fresh