• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাইক্রোবাস ও অটোভ্যানের মুখামুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১২ অক্টোবর ২০১৮, ১৩:২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও অটোভ্যানের মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী।

শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ভ্যানচালক উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী গ্রামের কাদের আলীর ছেলে আমজাদ হোসেন (৪০) ও ভ্যানযাত্রী মোড়দিয়া গ্রামের ময়দান আলীর মেয়ে শান্তনা খাতুন (১৮)।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার ভোরে ভ্যানে করে স্পিনিং মিলে যাচ্ছিলেন দুই নারী শ্রমিক। কালিকাপুর এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি মাক্রোবাসের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ভ্যানচালক আমজাদ হোসেন মারা যান।

স্থানীয়রা ভ্যানে থাকা দুই নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে শান্তনা খাতুন মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, জানতে পেরেছি ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন মারা গেছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh