• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা

ঝিনাইদহ প্রতিনিধি

  ০৯ অক্টোবর ২০১৮, ১৫:৫৬

ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতা করে সাহেব আলী নামের এক কৃষকের বাগানের কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে পৌরসভার বলিদাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

কৃষক সাহেব আলী জানান, তিনি বলিদাপাড়া গ্রামের দুই বিঘা জমির এক পাশে তিন মাস আগে ৯০টি কলাগাছ লাগান। কলাগাছগুলো অনেক বড় হয়ে হয়েছে। কয়েকদিন পর গাছে ফল ধরবে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার লাগানো ৭৮টি কলাগাছ মাজা থেকে কেটে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, গতকাল সোমবার দুপুরে বলিদাপাড়া গ্রামের আতাউর রহমানের আটটি ছাগল তার কলাবাগানে প্রবেশ করে গাছ নষ্ট করছিল। তিনি তিনটি ছাগলকে ধরে খোঁয়াড়ে দেন। এই কারণেই কলাগাছগুলো রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ সাহেব আলীর।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, কলাগাছ কাটার বিষয়ে কেউ কোনও অভিযোগ দেয়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলাগাছ ও বাঁশের তৈরি শহীদ মিনারেই শ্রদ্ধা
X
Fresh