• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে মাদরাসা পরিচালকের স্ত্রী ও ছাত্রকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৩

গাজীপুর সদর উপজেলায় হ্ফফাজুল কুরআন মাদরাসার পরিচালকের স্ত্রী ও এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার ভোরে উপজেলার যোগীতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদরাসা পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার ও নুরানী ক্লাসের ছাত্র মামুন।

গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, সোমবার ভোরে ফজরের নামাজের সময় মাদরাসার ছাত্রদের নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এসময় কে বা কারা মাদরাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার ও নুরানী ক্লাসের ছাত্র মামুনকে কুপিয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাদরাসার পরিচালক ইব্রাহিম খলিল জানান, তার পূর্বের স্ত্রী এ খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

আড়ও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh