• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যশোর সীমান্তে স্বর্ণ ও ডলারসহ আটক ৩

যশোর প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৮

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী ও বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বার ও ৮৯ হাজার আটশ’ ইউএস ডলারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক সোনা ও ডলারের মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

বৃহস্পতিবার সকালে পৃথক দুটি অভিযানে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ডলার ও শালকোনা গাতিপাড়া থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

আটকরা হলেন নড়াইলের নড়াগাতি গ্রামের আমির হোসেনের ছেলে ডলার পাচারকারী আব্দুর রহমান ও একই গ্রামের কাউছারের ছেলে মাসুদ মোল্লা। এছাড়া আটক স্বর্ণ পাচারকারী হলেন হাছান আলী।

-------------------------------------------------------
আরও পড়ুন : কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
-------------------------------------------------------

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক আরটিভি অনলাইনকে জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার দুটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ৮৯ হাজার আটশ’ ডলারসহ দুইজন ও শালকোনা গাতিপাড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতদেরকে বৈদেশিক মুদ্রা পাচার আইনে ও স্বর্ণ পাচার মামলা দিয়ে পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
স্বর্ণের দাম আরও কমলো
X
Fresh