• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাঁওতালদের ওপর হামলা : আরো ২ জন গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ১৯ নভেম্বর ২০১৬, ১৭:০৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হত্যা মামলায় আরো ২ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

শনিবার ভোরে উপজেলার সাপমারা ইউনিয়নের কামারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সরোয়ার হোসেন ও আকবর আলী। এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল দশ জনে।

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতাল বসতিতে হামালা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় ১৬ নভেম্বর আদিবাসীদের পক্ষ থেকে মামলা করা হয়। অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে স্বপন মুরমু বাদী হয়ে এ মামলা করেন।

এদিকে গাইবান্ধায় সাঁওতালদের ওপর কোন কর্তৃত্ববলে পুলিশ গুলি চালিয়েছে, তা জানতে চেয়ে ১৬ নভেম্বর রিট করা হয়। তিনটি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে এ রিট করা হয়।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh