• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সংসদ সদস্য সুজা আর নেই

খুলনা প্রতিনিধি

  ২৭ জুলাই ২০১৮, ০৯:০৫

জাতীয় সংসদের সাবেক হুইপ ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা আর নেই।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টা ৫ মিনিটের দিকে সিঙ্গাপুরের অর্চিডে অবস্থিত মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। স্ত্রী খোদেজা রশিদী এবং ছোট মেয়ে তুর্কি মৃত্যুকালে তার পাশে ছিলেন।

আট মাস আগে এই হাসপাতালে সুজার কিডনি প্রতিস্থাপন করা হয়। ১৮ জুলাই পহেলা রোজায় আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।

------------------------------------------------------
আরও পড়ুন : রাঙামাটির বাঘাইছড়িতে গুলিবিদ্ধ হয়ে জেএসএস কর্মীর মৃত্যু
------------------------------------------------------

এসএম মোস্তফা রশিদী সুজা ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি একই আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি খুলনা পৌরসভার কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্র ইউনিয়নের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
সংসদ এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপি পুত্র
X
Fresh