• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দাবদাহ থেকে বাঁচতে নদীতে নেমে প্রাণ গেল দুই কিশোরের

দিনাজপুর প্রতিনিধি

অনলাইন ডেস্ক
  ২১ জুলাই ২০১৮, ১৮:০৬

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

পৌর শহরের ঢেপা নদীর স্লুইস গেট এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রাজু (১৬) ও মো. জাহিদুল ইসলাম জাহিদ (১৭)।

রাজু বীরগঞ্জ পৌর শহরের সেন্টার পাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। জাহিদুল ইসলাম জাহিদ একই এলাকার পোস্ট অফিস মোড়ের ইনসান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. আলম হোসেন জানান, দাবদাহের কারণে দুপুর সাড়ে ১২টায় পাঁচ কিশোর বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইজ গেটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তিন কিশোর পানি থেকে উপরে উঠে আসলেও রাজু ও জাহিদুল ইসলাম জাহিদ নামে দুই কিশোর পানির স্রোতে তলিয়ে যায়।

তিনি জানান, এসময় উপরে উঠে আসা তিন কিশোরের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পরে শতাধিক তরুণকে নিয়ে উদ্ধারে নামেন পৌর ছাত্রলীগের সভাপতি মো. মোনায়েম খান। তাদের সঙ্গে নৌকা নিয়ে যোগ দেয় স্থানীয় জেলেরা।

দুপুর দুইটায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. মোর্শেদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার কাজে যোগ দিলে দুপুর দুইটা ৩৫ মিনিটে দুই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে জানান আলম হোসেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছে।

দুই কিশোরের অকাল মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সাকিলা পারভীন নদীতে ডুবে দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh