• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জলাবদ্ধতায় হাতিয়ায় ধান উৎপাদন ব্যহত হবার আশঙ্কা

হাতিয়া প্রতিনিধি

  ১১ নভেম্বর ২০১৬, ২২:০০

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও দমকা বাতাসে নোয়াখালীর হাতিয়ায় ২২ হাজার হেক্টর রোপা আমন পানিতে ডুবে গেছে। ফলে জলাবদ্ধতার কারণে আমন ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করছেন কৃষকরা। এতে আর্থিকভাবে লোকসানে পড়বেন তারা।

নোয়াখালী হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব ধান ক্ষেতের রোপা আমন দমকা বাতাসে পানিতে ডুবে গেছে।

কৃষকরা জানান, গেলো সপ্তাহের শনিবার থেকে শুরু দমকা হাওয়া ও টানা বৃষ্টিতেই ধানগাছগুলো নুয়ে পড়ে। ক্ষেতে জমে যাওয়া পানি রোপা আমন ধান ডুবে গেছে।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে হাতিয়ায় ২২ হাজার ৯ শ’ ৪৮ হেক্টর জমির রোপা আমন ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় আরো কিছু দিন রোপাগুলো জলাবদ্ধ থাকলে তা পচে যাবে বলে মনে করছেন কৃষকরা।

এতে আমন উৎপাদন ব্যাপকভাবে কমে যাবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। এ অবস্থায়ও কোনো সহযোগিতা না পাবার অভিযোগ তাদের।

কৃষি বিভাগ আমন চাষে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে বলে জানালেন এক কর্মকর্তা। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

আমনের রোপা সংরক্ষণ ও জলাবদ্ধতা দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা চান কৃষকরা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh