• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে ট্যাংকযুক্ত পানি খেয়ে ৪ শিক্ষার্থী হাসপাতালে

মাদারীপুর প্রতিনিধি

  ১৭ জুলাই ২০১৮, ১১:৪৮

মাদারীপুরে অরেঞ্জ ট্যাংকের সঙ্গে মিশানো পানি খেয়ে অসুস্থ অবস্থায় চার শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

স্বজনরা জানায়, সদর উপজেলার ভদ্রখোলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার একটি বোতলে করে পানির ভেতর ট্যাংক মিশিয়ে নিয়ে আসে।

বিদ্যালয়ের বিরতির পরে মিমের বান্ধবী তাহনা, যুথি, মেহনাজ ও ছিনথিয়া একসঙ্গে ওই ট্যাংকযুক্ত পানি পান করে। পানি পান করলে সবাই অসুস্থ হয়ে পরলে তাদেরকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার অখিল সরকার আরটিভি অনলাইনকে বলেন, তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী ট্যাংকযুক্ত পানি করে অসুস্থ হয়ে পরে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাংক মেয়াদোত্তীর্ণ কিংবা পানিতে বিষাক্ত পদার্থ থাকায় এ ঘটনা ঘটতে পারে। তবে সকলেই আশঙ্কামুক্ত।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
দ্বিতীয় স্ত্রীর ঘর থেকে স্বামীর মরদেহ উদ্ধার
হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
৪৯ বছর পর মাকে খুঁজে পেলেন এলিজাবেথ
X
Fresh