• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

কুষ্টিয়া প্রতিনিধি

  ১২ জুলাই ২০১৮, ১৩:৫১

কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রী মিলি আক্তারকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম তরিকুল ইসলাম টিটু (৩৬)। রায় ঘোষণার সময় তরিকুল আদালতে অনুপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আকরাম হোসেন দুলাল জানান, ১৯৯৮ সালে মিলি আক্তার ও তরিকুল ইসলাম টিটুর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তরিকুল ও তার পরিবার মিলির উপর নির্যাতন চালাতো। যৌতুকের টাকা না দিতে পারায় কয়েক দফায় শ্বশুরবাড়ির লোক তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। সর্বশেষ ২০০৯ সালে ছয় জুলাই বাপের বাড়িতে থাকা অবস্থায় বাড়ি থেকে ডেকে স্বামী তরিকুল ও তার পরিবারের লোকজন মিলিকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার দিন ভেড়ামারা থানায় মিলির ভাই জাহাঙ্গীর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামির অনুপস্থিতিতে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী লাপাত্তা
স্ত্রী শ্রীময়ীকে নিয়ে দুশ্চিন্তায় অভিনেতা কাঞ্চন মল্লিক
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী
ষষ্ঠ ও সপ্তম স্ত্রীর কাড়াকাড়িতে পালিয়ে বাঁচলেন তরিকুল
X
Fresh