• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে `বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি

  ১০ জুলাই ২০১৮, ১৬:০১

সুন্দরবন পূর্ব বনবিভাগের আমবাড়িয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক বনদস্যু (২৬) নিহত হয়েছেন।

এসময় র‌্যাব ঘটনাস্থল থেকে একনালা দেশে তৈরি একটি বন্দুক, দুইটি ওয়ান শুটারগান, দুইটি রামদা ও ৩১ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করেছে।

মঙ্গলবার সকাল এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন আরটিভি অনলাইনকে জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় একটি বনদস্যু বাহিনী অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাবের টহল দল।

বনদস্যু বাহিনী র‌্যাবের অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও এসময় পাল্টা গুলি ছোড়ে। এভাবে প্রায় আধাঘন্টা গুলি বিনিময়ের পর দস্যুরা গভীর বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একনালা দেশি বন্দুক, একটি ওয়ান শুটারগান, দুটি রামদা, ও ৩১ রাউন্ড বন্দুকের তাজা গুলিসহ অজ্ঞাত এক বনদস্যুর উদ্ধার করেন তারা। তবে মৃত বনদস্যুর কোনও পরিচয় জানাতে পারেননি র‌্যাব।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো কবিরুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধে র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন বাদী হয়ে দুইটি মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh