• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গোপসাগরে ৫ ট্রলারসহ ৮৮ জেলে নিখোঁজ

আরটিভি অনলাইন রিপোর্ট, বরগুনা

  ০৬ নভেম্বর ২০১৬, ১৮:১৮

সমুদ্র উত্তাল থাকায় বরগুনায় মাছ ধরার ৫ বড় ট্রলারসহ নিখোঁজ রয়েছেন ৮৮ জেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য জানান।

শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত গভীর সমুদ্রে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় ট্রলার ৫টি নিখোঁজ হয়।

নিখোঁজ ট্রলারগুলো হলো এফবি নূর ভানু, এফবি তামান্না, এফবি আবদুল্লাহ, এফবি মেহেরিন, এফবি নুমানা ও এফবি মায়ের দোয়া।

গোলাম মোস্তফা জানান, ২২ দিন বন্ধ থাকার পর উপকূলীয় এলাকার শ’ শ’ ট্রলার গভীর সমুদ্রে যায় ইলিশ শিকারে। এর ২ দিন পরেই বঙ্গপোসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, রোববার ভাই ভাই ট্রলারের নিখোঁজ ৩ জেলে পাথরঘাটায় ফিরে এসেছে।

এসএস


মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh