• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদের রাতে কিশোর খুন

অনলাইন ডেস্ক
  ১৭ জুন ২০১৮, ০৮:৪৭

সিলেটে পবিত্র ঈদুল ফিতরের রাতে এক কিশোর খুন হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে নগরীর শিবগঞ্জে এ ঘটনা ঘটে। বন্ধুদের ছুরিকাঘাতে এ হত্যার ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিহত মশিউর রহমান তাহমিন এ বছর স্কলার্সহোম স্কুল থেকে এসএসসি পাস করেছে। সে শিবগঞ্জ সোনারপাড়ার মুজিবুর রহমানের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত তাহমিনের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শাহপরান থানা পুলিশ।

পুলিশ হেফাজতে নেয়া রাফাত হোসেন (১৭) নামের ওই কিশোর বালুচর ফোকাস ১০০ নম্বর বাসার রিনুক আহমদের ছেলে।

পরিবারের বরাত দিয়ে শাহপরান থানার ওসি আখতার হোসেন আরটিভি অনলাইনকে জানান, সন্ধ্যায় কয়েকজন বন্ধু তাহমিনকে বাসা থেকে ডেকে নেয়। রাত ১০টার দিকে শিবগঞ্জ মিতালি ফার্মেসির উল্টোদিকের গলির ভেতরে কয়েকজন মিলে তার গলা ও গালে ছুরিকাঘাত করে। এসময় তাহমিন দৌড়ে মিতালি ফার্মেসির সামনে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

ওসি জানান, হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
X
Fresh