• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে পাহাড়ধস আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন অনেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুন ২০১৮, ২১:২৪

রাঙামাটির নানিয়ারচরে টানা ভারী বর্ষণে সোমবার গভীর রাতে ও মঙ্গলবার সকালে পাহাড়ধসে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন সড়কে ধস ও ফাটল এবং গাছ উপড়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ইতোমধ্যে বাড়িঘর ছাড়তে শুরু করেছেন অনেকে।

নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) কোয়ালিটি চাকমা বলেন, ভারী বর্ষণে পাহাড়ধসে বুড়িঘাট ইউনিয়নের চারজন, ধর্মচরণ ইউনিয়নে চারজন এবং ঘিলাছড়ি ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন।

পাহাড়ধসের আতঙ্কে ১১০টি পরিবারের পাঁচশ’র বেশি জনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২১টি আশ্রয় ক্যাম্প।

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, এ পর্যন্ত রাঙামাটি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় প্রায় ১৫-২০টি জায়গায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

তিনি বলেন, ২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অস্থায়ীভাবে ৩০০টি তাঁবু টাঙানো হয়েছে।

এর আগে গত বছরের ১৩ জুন রাঙামাটিতে ঘটে ভয়াবহ পাহাড়ধস। ওই সময় পাঁচ সেনা সদস্যসহ ১২০ জন নিহত হয়। সেইসঙ্গে বাড়িঘর, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
X
Fresh