• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগ নেতার থাপ্পড়ে কানের পর্দা ফটলো পুলিশের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ নভেম্বর ২০১৬, ২১:০৭

ছাত্রলীগ নেতার থাপ্পড়ে সেলিম মাতুব্বর নামে এক পুলিশ সদস্যের কানের পর্দা ফেটে যাওয়ার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আক্তার হোসেন। তিনি শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

জানা গেছে, দুপুরে ছাত্রলীগ নেতা আক্তার হোসেন শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তার দেবাশীষ সাহার কক্ষে যান। এসময় তার সঙ্গে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও ছিলেন। তারা দেবাশীষ সাহার কাছে এক রোগীর চিকিৎসাজনিত সনদ চান। বিষয়টি অনৈতিক হওয়ায় ডাক্তার তা দিতে অপারগতা প্রকাশ করেন।

তখন আক্তার হোসেন ডাক্তারকে গালাগাল দিয়ে অপদস্থ করলে, সেখানে উপস্থিত পুলিশের নায়েক সেলিম মাতুব্বর তার কারণ জানতে চান। তখন আক্তার উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে আক্তারের থাপ্পড়ে সেলিমের ডান কানের পর্দা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

নাক কান গলা বিভাগের ডাক্তার ইমরান খান বলেন, আঘাতের কারণে সেলিমের কানের পর্দা ফেটে গেছে। তার কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। আঘাতটি গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh