• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে এসে থেমে গেলো মহানগর এক্সপ্রেস

সীতাকুণ্ড সংবাদদাতা

  ২১ মে ২০১৮, ১৭:০১

চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর একপ্রেস ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারিতে এসে ইঞ্জিন বিকল হয়ে থেমে যায়। এতে প্রায় সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। সোমবার বেলা পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।

ভাটিয়ারির স্টেশন মাস্টার মাহমুদুল ইসলাম ভূঁইয়া আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা পৌনে একটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারি স্টেশনে আসার পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি কন্ট্রোলরুমকে জানান।

তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে অতিরিক্ত একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে ঢাকা নিয়ে যাবে। ট্রেনটি বর্তমানে ভাটিয়ারী স্টেশনে অবস্থান করছে। ট্রেনটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দুই ঘণ্টার বেশি সময় ধরে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

ট্রেনের যাত্রী নাজমুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, মহাসড়কে যানজট থাকতে পারে তাই ট্রেনে করে ঢাকা যাচ্ছিলাম। খুব ইচ্ছে ছিল পরিবারের সঙ্গে ইফতার করব। মনে হয় পারব না। আরেকটি ইঞ্জিন না আসা পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
X
Fresh