• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়ির ৩ ইউপিতে ভোট চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

  ৩১ অক্টোবর ২০১৬, ১১:০৩

খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়িসহ তিন ইউনিয়নের সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে ভোটাররা। ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।

৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা আসনে ২৩ জন ও সাধারণ সদস্য পদে ৮০ জন প্রার্থীসহ ১১৩ প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩ ইউপিতে ভোটার সংখ্যা রয়েছে ২৭ হাজার ৩ শ’ ৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩২ ও নারী ভোটার ১৩ হাজার ৩৪৯ জন। ভোট কেন্দ্র সংখ্যা ২৭টি।

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্সসহ মাঠে থাকছে ১৩ মোবাইল টিম, ভ্রাম্যমান আদালত ও আনসার-বিডিপির সদস্যরা।

এছাড়াও তিন ইউপি’র দুর্গম এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছে সেনাবাহিনীর টহল দল।

এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh