• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

নৌকায় জাল ভোট, বাতিল করা হয়েছে ৮৫ ব্যালট

খুলনা প্রতিনিধি

  ১৫ মে ২০১৮, ১৪:১৭
ছবি: সংগৃহীত

নৌকা প্রতীকের সমর্থকদের জাল ভোট দেয়ার ঘটনায় খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ২২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ৮৫টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। বাতিল করার পর ফের ভোটগ্রহণ শুরু করেন এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউল হক।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ফাতিমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ৮টায় এ সিটি করপোরেশনের ২৮৯টি ভোট কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। পরে দেড়ে ঘণ্টা পর গগনবাবু রোডের ফাতেমা উচ্চ বিদ্যালয়ের ১৮১ নম্বর কেন্দ্রে শুরু হয় বিশৃঙ্খলা। একদল যুবক কেন্দ্রের এক নম্বর বুথে ঢুকে নৌকা মার্কায় সিল মারা শুরু করে বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থীর এজেন্টরা

প্রিজাইডিং কর্মকর্তা জিয়উল হক জানান, কিছু দুষ্কৃতকারী এসে কিছু সিল মেরেছে। আমরা ৮৫টি ব্যালট বাতিল করে দিয়েছি।

পরে বেলা ১২টার দিকে ফাতেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন ইসির পর্যবেক্ষক দলের প্রধান আব্দুল বাতেন। এ সময় তিনি বলেন, এখানে কিছুটা গোলযোগের চেষ্টা করা হয়েছিল। সে কারণে আমরা ভোটগুলো বাতিল করেছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনা
বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যা বললেন হিট অফিসার
তানজিদ নৈপুণ্যে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
X
Fresh