• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মেহগনি গাছটি বাঁচিয়ে দিলো ৩৫ বাসযাত্রীর জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

  ১২ মে ২০১৮, ২৩:৩২

একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার সময় মেহগনি আর খেজুর গাছের সঙ্গে আটকে গেলে বড় ধরনের দুর্ঘটনা বেঁচে গেলেন ৩৫ যাত্রী।

শনিবার বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজারের দক্ষিণ দিকের একটি ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। তবে এসময় আহত হয়েছেন দুজন যাত্রী। তাদের সখীপুর সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাল্লুকজান গ্রামের আহমাদ আলীর ছেলে শাহাদত হোসেন এবং সখীপুর উপজেলার কালিয়া পাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে মাহবুব হোসেন।

প্রত্যক্ষদর্শী ও বাসটির যাত্রীরা জাননা, সাগরদিঘী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডিমবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি ব্রিজের পাশে খেজুর ও মেহগনি গাছে ঝুলে যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী জানান, সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও তার সহকারী ঘটনার পরপরেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
X
Fresh