• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হাতির অভিমান!

চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার

  ০৯ মে ২০১৮, ২০:০৩

শুধু মানুষ নয়, পশুরাও অভিমান করতে জানে। এমনই এক অভিমানের দৃষ্টান্ত দেখিয়েছে একটি পোষা হাতি। অভিমান করে ঝড় বৃষ্টির মধ্যে ৯ ঘণ্টা যাবত একটি মালিকানাধীন হাতিকে মৌলভীবাজারের খরস্রোতা মনু নদীতে সাঁতার কাটতে দেখা যায়।

হাতির মাহুত আব্দুল্লাহ জানান, সিলেট থেকে হাতিটিকে নিয়ে মৌলভীবাজারের জুড়ি যাচ্ছিলেন। বুধবার সকাল ১১ টার দিকে হাতিটিকে মৌলভীবাজার সদর উপজেলার নতুনব্রিজ এলাকায় কলা গাছ খেতে দেন। হাতিটি কলা গাছ খাওয়া অবস্থায় ১২টার দিকে হঠাৎ মনু নদীতে নেমে যায়। শত চেষ্টা করেও পাড়ে নিয়ে আসা যাচ্ছে না। কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের মধ্যেও সে পানি থেকে উঠতে নারাজ।

তিনি আরও জানান, হাতিটি রাগ করে পানিতে পড়ে গেছে। হয়ত বেশি হাঁটার কারণে বা অন্য কোন কারণে বিরক্ত হয়ে প্রচণ্ড রেগে গেছে। তাই ইচ্ছে করেই পানি থেকে উঠছে না। মাঝে মাঝে পাড়ের খুব কাছে আসলেও আবার নদীতে সাঁতার কাটছে। কখনো বা তীর ঘেষে হাঁটছে। হাতিটি অভিমান করে প্রথমে নতুনব্রিজ এলাকা নামলেও সন্ধ্যার দিকে নতুনব্রিজ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থান করতে দেখা যায়।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
হাতিয়ায় দেখা মিলল বিষধর ‘ইয়েলো-বেলিড সি স্নেক’
বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
X
Fresh