• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

কুঠিবাড়ীতে নানা আয়োজনে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৮ মে ২০১৮, ১০:০৫

আজ ২৫ বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয়পর্যায়ে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কুঠিবাড়ীর মূল মঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জান নূর। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ প্রমুখ।

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে পরিচিত করিয়েছেন বিশ্বদরবারে। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়ীতে আসতেন রবীন্দ্রনাথ। এখানেই গীতাঞ্জলি, আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ ও অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন তিনি। কুঠিবাড়ীতে সংরক্ষণ আছে সেসব দিনের নানা স্মৃতি।

এদিকে স্থানীয়রা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকীতে কুঠিবাড়ীতে পরিপূর্ণ পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’
X
Fresh