• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

  ০৩ মে ২০১৮, ১১:৫২

রাঙামাটির নানিয়ার চর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা। এসময় তার সহকারী রূপম চাকমা (৩৫) আহত হয়েছেন।

রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবীর বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : খুলনায় বিএনপির নির্বাচনী কার্যক্রম স্থগিত
--------------------------------------------------------

জানা যায়, নিহত শক্তিমান চাকমা উপজেলা পরিষদ চত্বরের বাসভবনে থাকতেন। সেখান থেকে মোটরসাইকেলে করে আসার পথে পরিষদ কার্যালয়ের সামনে অস্ত্রধারীরা তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর আহত শক্তিমান চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহত শক্তিমান চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস(এমএনলারমা) গ্রুপের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতা।

জেএসএস(এমএনলারমা) গ্রুপের সহসম্পাদক প্রশান্ত চাকমা এই হত্যাকাণ্ডের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করেছে।

তবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মুখপাত্র নীরন চাকমা অভিযোগ অস্বীকার করে আরটিভি অনলাইনকে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিজেদের ভেতরের কোন্দলেই নিহত হয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা
৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, মূলহোতা গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তি ৫ দিনের রিমান্ডে
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
X
Fresh