• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

লাশবাহী গাড়িতে লাশ হলেন তারা

বগুড়া প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৮, ১৪:২৮

বগুড়ার শেরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর গ্রামের মামুনুর রশিদ মামুন (৪০) ও অ্যাম্বুলেন্স চালক (৩৮)। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। ঘটনাস্থলে মারা যাওয়া মামুনের স্ত্রী ফারজানা ববি (৩০) ও তার মা রুনা লায়লা (৫৬)। এর মধ্যে রুনা লায়লার অবস্থা আশঙ্কাজনক। মরদেহ দুটি উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

--------------------------------------------------------
আরও পড়ুন :ছাত্রাবাস থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
--------------------------------------------------------

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার ইয়াসিন মোল্লা আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

শিশু ও দুই নারীসহ আরও তিনজন আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, দুর্ঘটনায় আহত ফারজানা ববির ছোট বোন নিনাকে (২৮) কিডনিজনিত সমস্যায় ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়েছিল। সেখানে নিনা মারা যাওয়ার পর তাকে নিয়ে গ্রামের বাড়িতে অ্যাম্বুলেন্সযোগে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
মুন্সীগঞ্জে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহত ৪ জনের দাফন সম্পন্ন
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
X
Fresh