• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ২৭ অক্টোবর ২০১৬, ১১:১২

গাইবান্ধায় বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

সদর উপজেলার তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

বিভিন্ন জেলা উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলিগ জামাতের সাথীরা ইজতেমায় আসতে শুরু করেছেন।

জেলা ইজতেমা আয়োজক কমিটি জানায়, আশা করা হচ্ছে এবারের ইজতেমায় ১২ থেকে ১৩ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি এতে যোগ দিবেন। ইজতেমায় জেলার তাবলিগ জামাতের ৯০টি দাওয়াতি ও একটি বিদেশি জামাত উপস্থিত রয়েছেন। এখানে তাবলিগ জামাতের প্রায় ৩শ’ স্বেচ্ছাসেবী কাজ করছেন।

আয়োজকরা জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমায় জায়গা সঙ্কুলান না হওয়ায় গাইবান্ধাসহ দেশের ৩২টি জেলায় পর্যায়ক্রমে এ রকম ছোট ছোট ইজতেমা অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম, র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য ও গ্রাম পুলিশ পাহারার দিচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh