• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রী হত্যার অভিযুক্ত আরাফাতের আত্মহত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট, গাজীপুর

  ২৬ অক্টোবর ২০১৬, ১৩:৫২

গাজীপুরে স্কুলছাত্রী মুন্নী হত্যার ঘটনায় সন্দেহভাজন হত্যাকারী আরাফাত আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরের রতনপুরে তার ফুফুর বাড়ি থেকে আরাফাতের ঝুলন্ত মরেদেহ উদ্ধার করা হয়।

আরাফাত চাপাইর গ্রামের শ্রমিক নেতা আতাউর সরকারের ছেলে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, সকালে তার ফুফুর বাড়িতে আরাফাতের ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই জানান, মুন্নির মৃত্যুর ঘটনায় তার বাবা শহিদ বাদী হয়ে অভিযুক্ত আরফাত সরকারকে আসামি করে মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, উপজেলার কতুবদিয়ায় ৮ম শ্রেণির ছাত্রী মুন্নীর মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে পার্শ্ববর্তী চাপাইর গ্রামের মাদকাসক্ত যুবক আরাফাত ঘরে ঢুকে মুন্নির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

তবে ছেলের পরিবার বলছে, দুই কিশোর-কিশোরীর মধ‌্যে ‘পরিবারের অমতে প্রেমের সম্পর্ক’ গড়ে উঠেছিল। মেয়েটির আত্মহত‌্যার খবর পেয়ে ছেলেটিও একই কাজ করেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh