• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

গাইবান্ধা প্রতিনিধি

  ২১ এপ্রিল ২০১৮, ১৬:০৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মমিন মিয়া নামে এক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গৃহবধূ ঊর্মী বেগমের মরদেহ শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বালুঘরা এলাকার স্বামীর বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মমিম মিয়া পলাতক রয়েছেন। নিহত ঊর্মী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের আজাদুলের মেয়ে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান সরকার স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, দুই বছর আগে ঊর্মীর সঙ্গে মমিম মিয়ার বিয়ে হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘বাজেটে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হবে’
--------------------------------------------------------

বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। কলহের জের ধরে প্রায়ই ঊর্মীকে শারীরিক নির্যাতন করতো মমিন মিয়া। আজ সকালেও ঝগড়া হলে মমিন মিঞা ঊর্মীকে শারীরিকভাবে নির্যাতন করে। এরই একপর্যায়ে ঊর্মীর মৃত্যু হয়। পরে মমিন বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য ঊর্মীর মরদেহ বাথরুমে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করে। পরে বিষয়টি নিয়ে প্রতিবেশীদের মধ্যে কানাঘুষা শুরু হলে মমিন মিয়া পালিয়ে যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঊর্মীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল পাঠিয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh